Oxyclean Detergent Powder

ডিটারজেন্টঃ

ডিটারজেন্ট হল লবণ জাতীয় জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ। ডিটারজেন্টের  গঠন অনেকটা সাবানের মত। এর অণুর একটি অংশ পানিগ্রাহী এবং অপরটি পানি বিদ্দেষী। ওয়াশিং পাউডারে প্রায় ১০-৩০% ডিটারজেন্ট থাকে। ডিটারজেন্টে  সোডিয়াম সালফেট ও সোডিয়াম সিলিকেট মেশানো হয়, কারণ এরা ডিটারজেন্ট কে শুষ্ক রাখে। ডিটারজেন্ট এর সাথে সোডিয়াম ট্রাইপলি ফসফেট বা  সোডিয়াম কার্বনেট  মিশিয়ে একে ক্ষারীয় করলে এর ময়লা পরিষ্কার ক্ষমতা অনেকগুন  বেড়ে যায়।

ডিটারজেন্ট এখন বহুল ব্যবহৃত। আমাদের দেশে প্রচলিত দুই ধরনের ডিটারজেন্ট হল –

  • দীর্ঘ  শৃঙ্খল সোডিয়াম অ্যালকিন সালফেট।
  • দীর্ঘ শৃঙ্খল সোডিয়াম অ্যালকিন বেঞ্জীন সালফেট। বর্তমানে দ্বিতীয় ডিটারজেন্ট বহুল মাত্রায় ব্যবহৃত।

প্রকৃতিঃ

  • ডিটারজেন্ট বস্তুটি গন্ধহীন, বর্ণহীন অনুদ্বায়ী কঠিন পদার্থ।
  • সাধারণ অবস্থায় ডিটারজেন্ট প্রশম পদার্থ কিন্তু জল দ্রবীভূত করলে ক্ষারীয় হয়।
  • এটি কঠিন ও তরল উভয় প্রকারের হয়।

ব্যবহারঃ

বর্তমান যুগে ডিটারজেন্টের ব্যবহার ব্যাপক। শুধুমাত্র কাপড় কাচার কাজ নয়। এছাড়াও জীবাণুনাশক হিসেবে ও ক্ষারীয় জলে উৎপন্ন করতে সাবানের অসুবিধা হলেও ডিটারজেন্ট ব্যবহারে অসুবিধা হয় না।

পরিষ্কার পরিছন্নতা আধুনিক যুগের অঙ্গ হয়ে দাঁড়ালেও মানুষই ব্যক্তিগত পরিছন্নতার সাথে পরিবেশ পরিষ্কার পরিছন্নত রাখার সম্পর্কটা বোঝেন। ডিটারজেন্ট শিল্প এ উপমহাদেশের অন্যতম বৃহৎ শিল্প।

বর্তমান বাজারে অসংখ্য নির্ভরযোগ্য নামকরা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই সাথে  নতুন প্রতিষ্ঠান গুলোতেও ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে, আকজের আধুনিক পৃথিবীতে  প্রতিটি সচেতন ক্রেতার নিকট গুনগত মান সম্পন্ন পণ্য পৌঁছে দিতে পারলেই ক্রেতা  আকর্ষণ করা সম্ভব হয়। এই ছোট ও সহজ ফর্মুলা প্রয়োগের মাধ্যমে বহু ছোট ছোট উদ্যোক্তা তাদের ব্যবসায়  সম্প্রসারণ করতে সক্ষম হচ্ছেন।

ডিটারজেণ্টের প্রকারভেদঃ

আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের  মধ্যে ডিটারজেন্ট অন্যতম একটি সামগ্রী। কাপড় কাচা থেকে শুরু করে নানা রকম পরিষ্কার কার্যসম্পাদনে এর ব্যবহার ব্যাপক। আমাদের এসব পরিষ্কার কাজের উপড় ভিত্তি করে ডিটারজেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলো নানা রকম ডিটারজেন্ট সরবরাহ করে থাকে। এসব ভিন্ন ভিন্ন বিশেষত্ব এবং ব্যবহার।এজন্যই আমরা নিয়ে এসেছি Oxyclean Detergent Powder। যার মধ্যে রয়েছে থ্রি তিন ওয়ান ফর্মুলা। যার শক্তিশালী ফর্মুলা পানির সাথে সহজেই মিশে যায়। যা কাপরের গভীর দাগ ও ময়লা দূর করে সহজেই কাপড় কে করে পরিষ্কার নতুনের মত।লেবুর শক্তিশালী ফর্মুলাতে তৈরি এই Oxyclean Deterjent Powder আপনার কাপড়কে করবে ঝকঝকে পরিষ্কার নতুনের মত।এই কার্যকর ফেব্রিক সফট ডিটারজেন্ট পাউডার ফসফেট মুক্ত।

Leave a Reply